দেশ

Ahmedabad Plane Crash | পাখির ধাক্কায় দুর্ঘটনা? এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার নেপথ্যে আনুমানিক কারণ জানালো DGCA!

Ahmedabad Plane Crash | পাখির ধাক্কায় দুর্ঘটনা? এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার নেপথ্যে আনুমানিক কারণ জানালো DGCA!
Key Highlights

অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) এই দুর্ঘটনা নিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই বিমানের দুজন পাইলটই অভিজ্ঞ।

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শোকাহত গোটা দেশ। টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে বিমানটি। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু কেন হল এই দুর্ঘটনা? অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) এই দুর্ঘটনা নিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই বিমানের দুজন পাইলটই অভিজ্ঞ। অনুমান করা হচ্ছে, বিমানের দুটি ইঞ্জিনেই পাখির ধাক্কা লেগেছিল। যার ফলে ইঞ্জিনগুলি সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় হয়ে যায়। তবে, সবটাই অনুমান করা হচ্ছে। ব্ল্যাক বক্স সামনে এলে তবেই আসল কারণ স্পষ্ট হবে।