Diamond Harbour FC | পহেলগাঁও হামলার জেরে আইলিগ টু জয়ের সেলিব্রেশন স্থগিত ডায়মন্ড হারবার এফসির

রবিবার ডায়মন্ড হারবার এফসি আইলিগ টু জয়ের জন্য সেলিব্রেশনের পরিকল্পনা করেছিল। কিন্তু সেটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় পহেলগামে হামলার ঘটনার পর।
২২ এপ্রিল সন্ত্রাসবাদী হামলায় পহলগাওঁর বৈসরণে মৃত্যু হয়েছে ২৬ জন নিরীহ পর্যটকের। ঘটনায় এখনও শোকস্তব্ধ গোটা দেশ। এবার এই ঘটনার প্রেক্ষিতে জয়ের সেলিব্রেশন স্থগিত রাখলো ডায়মন্ড হারবার এফসি। কোচ কিবু বিকুনিয়ার ডায়মন্ড হারবার গত ১৯ এপ্রিল তে চানমারি এফসিকে ১:০ গোলে হারিয়ে আইলিগ টু চ্যাম্পিয়ন হয়। ২৭এপ্রিল অর্থাৎ রবিবার তাঁরা সেলিব্রেশনের পরিকল্পনা করেছিল। পহলগাওঁর মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে সেলিব্রেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন ক্লাবের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়।