খেলাধুলা

Diamond Harbour FC | প্রথম চেষ্টাতেই আই লিগ ২ চ্যাম্পিয়ন হলো ডায়মন্ড হারবার এফসি!

Diamond Harbour FC | প্রথম চেষ্টাতেই আই লিগ ২ চ্যাম্পিয়ন হলো ডায়মন্ড হারবার এফসি!
Key Highlights

আই লিগ ২ চ্যাম্পিয়নও হল কিবু ভিকুনার দল। চানমারি এফসি’কে ১:০ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিল ডায়মন্ড হারবার।

প্রথমবারেই বাজিমাত। আই লিগ ২ চ্যাম্পিয়ন হল ডায়মন্ড হারবার এফসি। চানমারি এফসি’কে ১:০ গোলে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিল কিবু ভিকুনার দল। ১৫ ম্যাচের ১১টি ম্যাচ জিতেছে ডায়মন্ড হারবার। আপাতত কিবু ভিকুনার দলের সংগ্রহ ৩৭। সেখানে চানমারির ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট তুলেছে। বাকি চারটিতে ড্র হয়েছে। এদিন রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসি এবং চানমারি এফসি। লিগ চ্যাম্পিয়ন হতে মাত্র ১ পয়েন্ট দরকার ছিল ডায়মন্ড হারবারের। ম্যাচের ৮৫ মিনিটে সেই বিজয়ী গোলটি করলেন রবি মাণ্ডি।