RFDL | অভিষেকের মরশুমেই বাজিমাত, রিলায়েন্স ফাউন্ডেশন লিগে জাতীয় রাউন্ডে উঠল ডায়মন্ড হারবার এফসি

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে দুর্দান্ত ফর্মে ডায়মন্ড হারবার এফসি। প্রথম বছর রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে জাতীয় রাউন্ডে উঠল তারা।
অভিষেক মরশুমেই ৮৪ টিমের মধ্যে সেরা ১২ টিমে এল ডায়মন্ড হারবার। আইলিগ, কলকাতা লিগের পর এ বার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে দুর্দান্ত ফর্মে ডায়মন্ড হারবার এফসি। চূড়ান্ত পর্যায়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে এক তালিকায় রয়েছে তাঁরা। আর একটা ম্যাচ জিতলেই কলকাতার সেরার শিরোপা পাবে দলটি। এই সাফল্যের পেছনে ডায়মন্ডহারবার এফসির বিদেশি কোচ কিবু বিকুনিয়ার গুরুত্ব অপরিসীম। মোহনবাগানকে তিনি আইলিগ চ্যাম্পিয়ন্স করেছিলেন। ২০২২ সালে মোহনবাগান ছেড়ে তিনি ডায়মন্ড হারবার এফসিতে যোগ দেন।