আপনি ডায়াবিটিস আক্রান্ত কিনা তা বলে দেবে আপনার প্রস্রাবের রং
Wednesday, March 24 2021, 1:24 pm
Key Highlights
শরীরে জলের ঘাটতে হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু কাজের চাপে অনেক সময়ই জল খাওয়ার কথা আমাদের মনে থাকে না। আবার জল বেশি খাওয়া হয়ে গেলেও বিপদ। অতিরিক্ত জল খেলে কিডনির ওপর চাপ বাড়়ে। আপনার মূত্রের রংই জানিয়ে দেবে আপনার শারীরিক অবস্থা। মূত্রের রং সব সময় একরকম থাকে না। শরীরে জলের তারতম্য অনুযায়ী প্রতিদিন এমনকি প্রতি ঘণ্টায় মূত্রের রং পরিবর্তিত হয়। একদম সাদা মূত্রও কিন্তু ভালো না। এর অর্থ আপনি একটু বেশি জল খেয়ে ফেলেছেন। এর ফলে কিন্তু আপনার শরীরের প্রয়োজনীয় মিনারেলস মূত্রের সঙ্গে বেরিয়ে যেতে পারে। ঘন হলুদ রঙের মূত্রের অর্থ আপনার শরীরে জলের যথেষ্ট
- Related topics -
- স্বাস্থ্য
- ডায়াবেটিস
- ইউরিন টেস্ট