দেশ

Indigo | ১৭০০ পাইলটের ‘সিমুলেটর প্রশিক্ষণে’ ত্রুটি, ইন্ডিগোকে শোকজ নোটিস দিলো DGCA!

Indigo | ১৭০০ পাইলটের ‘সিমুলেটর প্রশিক্ষণে’ ত্রুটি, ইন্ডিগোকে শোকজ নোটিস দিলো DGCA!
Key Highlights

১৭০০ পাইলটের ‘সিমুলেটর প্রশিক্ষণে’ গলদের অভিযোগে ইন্ডিগোকে শোকজ নোটিস পাঠাল DGCA।

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানদূর্ঘটনার পর ভারতের বিমান সংস্থাগুলির দিকে কড়া নজর দিয়েছে কেন্দ্র। এরপর থেকেই একাধিক বিমানে যান্ত্রিক ত্রুটি সহ নানা ধরনের গলদ ধরা পড়েছে। এই আবহে ১৭০০ পাইলটের ‘সিমুলেটর প্রশিক্ষণে’ গলদের অভিযোগে ইন্ডিগোকে শোকজ নোটিস পাঠাল DGCA। রিপোর্ট অনুযায়ী, ১৭০০ পাইলটের ‘সি ক্যাটাগরি’র অর্থাৎ কঠিন পরিস্থিতিতে উড়ানের প্রশিক্ষণে সঠিক মানের সিমুলেটর (ককপিটে বিমান ওড়ানোর যন্ত্র) ছিল না। পাহাড়ের মাথায় ছোট বিমানবন্দরে অবতরণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ।