দেশ

Devendra Fadnavis | মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়ণবিসই! বৃহস্পতিবার তাঁর সঙ্গে শপথ নেবেন অজিত ও শিণ্ডে

Devendra Fadnavis | মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়ণবিসই! বৃহস্পতিবার তাঁর সঙ্গে শপথ নেবেন অজিত ও শিণ্ডে
Key Highlights

অবশেষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে সিলমোহর পড়লো দেবেন্দ্র ফড়ণবিসের নামেই।

অবশেষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে সিলমোহর পড়লো দেবেন্দ্র ফড়ণবিসের নামেই। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন দেবেন্দ্র ফড়ণবিস। বৃহস্পতিবার ফড়ণবিসের সঙ্গেই শপথ নেবেন অজিত পওয়ার এবং একনাথ শিণ্ডে। প্রথমজন মুখ্যমন্ত্রী হিসাবে। পরের দুজন উপমুখ্যমন্ত্রী হিসাবে। নয়া ফর্মুলা অনুযায়ী, বিজেপির হাতে থাকবে ২২টি মন্ত্রক। ১২টি মন্ত্রক এবং বিধান পরিষদের চেয়ারম্যান পদ পাবে শিণ্ডে সেনা। বিধানসভার ডেপুটি চেয়ারম্যান সহ ৯ থেকে ১০টি মন্ত্রক পাবেন অজিত। তিনি নিজে উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী হবেন।