Pakistan | পাকিস্তানে বিধ্বংসী হড়পা বান, মৃত অন্তত ২০০, নিখোঁজ শতাধিক

হড়পা বানে বিপর্যস্ত পাকিস্তান। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২০০ জনের। নিখোঁজ শতাধিক।
প্রবল বৃষ্টির জেরে পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক হড়পা বান ও ধস নেমেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনার জেলা। ওই এলাকায় মৃত্যু হয়েছে ১৮০ জনের। মৃতদের মধ্যে ১৪ জন মহিলা এবং ১২ জন শিশু। পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে আকস্মিক হড়পা বান ও ধসের কারণে শুক্রবার অন্তত ১৯৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার খারাপ আবহাওয়ার কারণে বাজাউর অঞ্চলে ত্রাণ দিতে গিয়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। এই ঘটনায় ২ পাইলট সহ মোট পাঁচ জন মারা গিয়েছেন।