Jasidih Fire | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন! খালি করে দেওয়া হল গ্রাম!

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সংলগ্ন একটি পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকান্ড। বিপদ এড়াতে তড়িঘড়ি খালি করা হল গ্রাম।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সংলগ্ন একটি পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকান্ড। বিপদ এড়াতে তড়িঘড়ি খালি করা হল গ্রাম। মঙ্গলবার ঝাড়খণ্ডের দেওঘর জেলার যশিডির বদলাডিহি গ্রামে লাগে ওই বিধ্বংসী আগুন। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই আগুন লাগার খবর সামনে আসার পরেই তেলের সব ট্যাঙ্কার সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বদলাডিহি গ্রামের একটি ঝোপ থেকে প্রথমে আগুন লাগে। তবে স্বস্তির বিষয় পেট্রলিয়াম কোনও দ্রব্যের কাছে আগুন পৌঁছতে পারেনি।
- Related topics -
- দেশ
- ভারত
- ঝাড়খন্ড
- অগ্নিকান্ড