Howrah Fire | ভরসন্ধ্যায় সাঁকরাইলের প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সাঁকরাইলের ধূলাগড়ের ফুড পার্কের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। আগুনের দাপট বাড়তে থাকায় শেষে ১০টি ইঞ্জিন আনা হয় দমকলের তরফে।
ভরসন্ধ্যায় সাঁকরাইলের ধূলাগড়ের এক ফুড পার্কের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এদিন কারখানায় পুরোদমে কাজ চলছিল। হঠাৎ একজায়গা থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রচুর পরিমান দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। কারখানার কর্মী এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে নেমে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। আগুনের দাপট বাড়তে থাকায় দমকলের আরও ৫টি ইঞ্জিন আনা হয়। এখনও অবধি হতাহতের কোনো খবর নেই।