'কমান্ডো'র অবতারে বাংলাদেশের পথে দেব! বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ রনী-র ছবি 'কমান্ডো'।
Friday, November 27 2020, 10:18 am
Key Highlights
বন্দুক হাতে, এক্কেবারে 'কমান্ডো'র বেশে দেব। শামীম আহমেদ রনী পরিচালিত ছবি 'কমান্ডো' র শ্যুটিং এর জন্য বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলেন সংসদ অভিনেতা দেব। সম্প্রতি বাংলাদেশের ছবি 'কমান্ডো'র কলকাতা পর্বের শ্যুটিং শেষ করেছেন দেব এবার রওনা বাংলাদেশের উদ্দেশ্যে। একথা নিজেই ছবির পোস্টারসহ ইনস্টাগ্রামে জানিয়েছেন অভিনেতা।এই ছবির মাধ্যমেই প্রথমবার কোনও বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন সাংসদ অভিনেতা দেব। এর আগে দেব যখন বাংলাদেশে 'পাসওয়ার্ড' এর প্রচারে গিয়েছিলেন, তখনই তাঁর বাংলাদেশের ছবিতে কাজ করার খবর শোনা গিয়েছিল। ২০২০র ঈদ-উল-আযহাতে এই ছবিটি মুক্তি পেয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল, তবে করোনা মহামারীর কারণে সেটা সম্ভব হয়নি।
- Related topics -
- বিনোদন
- বাংলাদেশ
- কমান্ডো
- বাংলাদেশি সিনেমা
- শামীম আহমেদ রনী
- দেব