Dev-Subhashree| ‘ধূমকেতু’র মুক্তির আগে বড় মা-র কাছে একসঙ্গে পুজো দিলেন দেব-শুভশ্রী!
Wednesday, August 13 2025, 11:52 am
Key Highlightsপাশাপাশি আসনে বসে দিলেন মায়ের পুজো। লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে রংমিলান্তিতে ধরা দিলেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি।
রাত পোহালেই অপেক্ষার অবসান, বড় পর্দায় মুক্তি পাবে ‘ধূমকেতু’। তার আগে ফের একসঙ্গে দেখা গেলো দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ ইভেন্টে সব মান অভিমান সরিয়ে এক মঞ্চে দুজনে এসে দাঁড়িয়েছিলেন হাসি মুখে। এবার ‘ধূমকেতু’ মুক্তির আগের দিন নৈহাটির বড়মার মন্দিরে একসঙ্গে ধরা দিলেন দেব, শুভশ্রী। পাশাপাশি আসনে বসে দিলেন মায়ের পুজো। লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে রংমিলান্তিতে ধরা দিলেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে দেব, শুভশ্রীর পুজো দেওয়ার সেই মুহূর্ত।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- সেলিব্রিটি
- দেব
- শুভশ্রী
- শুভশ্রী গাঙ্গুলী
- নৈহাটী
- সিনেমাা

