Delhi | দিল্লির বাতাস 'অতি খারাপ'! গড় AQI ৩৫৫! পরিবর্তন হলো সরকারি দপ্তরের কাজের সময়!

Saturday, November 8 2025, 8:33 am
highlightKey Highlights

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী শনিবার সকাল ৮টা নাগাদ গত ২৪ ঘণ্টায় দিল্লির গড় AQI ছাড়িয়েছে ৩৫০।


দিনে দিনে ক্রমশই খারাপ হচ্ছে দিল্লির বাতাসের দূষণের মান। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী শনিবার সকাল ৮টা নাগাদ গত ২৪ ঘণ্টায় দিল্লির গড় AQI ছাড়িয়েছে ৩৫০। এ দিন সকালে দিল্লির গড় AQI ছিল ৩৫৫। মোটামুটি দিল্লির বেশিরভাগ এলাকায় AQI এ দিন ৩০০র উপরেই ছিল। সকাল আটটায় বাওয়ানার AQI ছিল ৩৬৬, যা ‘অতি খারাপ’ ক্যাটিগরিতে পরে। এই পরিস্থিতিতে গতকালই দিল্লিতে সরকারি দপ্তরের কাজের সময় পরিবর্তন করেছে দিল্লির সরকার, যা ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File