ভারত

Delhi | আরও বাড়ছে দিল্লির বায়ুদূষণ! এবার বন্ধ হাইস্কুল, চালু ওয়ার্ক ফ্রম হোমও

Delhi | আরও বাড়ছে দিল্লির বায়ুদূষণ! এবার বন্ধ হাইস্কুল, চালু ওয়ার্ক ফ্রম হোমও
Key Highlights

দিল্লির বাতাসের গুণমান ৪৮১এ পৌঁছায়, শহর ধোঁয়াশায় ঢাকা; স্কুল, কার্যালয় আংশিক বন্ধ।

ক্রমশ যেন বাড়ছে দিল্লির দূষণ! সোমবার বাতাসের গুণমান ৪৮১তে পৌঁছয় দিল্লির বায়ুর গুনগত মান। এই আবহে পরিস্থিতি সামাল দিতে কঠোর নিয়ম চালু করা হয়েছে। প্রাথমিক স্কুলের পর আজ থেকে হাইস্কুলও বন্ধের নির্দেশ দিলো দিল্লি সরকারের। জানা গিয়েছে, ক্লাস হবে অনলাইনে। কেবল দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস অফলাইনে হবে। পাশাপাশি, কর্মক্ষেত্রেও ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দূষণ প্রতিরোধে আজ সকাল ৮টা থেকেই লাগু হচ্ছে GRAP4।