দেশ

Lakshmibai College Principal | গোবরের পাল্টা গোবর! এবার অধ্যক্ষের ঘরের দেওয়ালে গোবর লেপে দিলেন পড়ুয়ারা!

Lakshmibai College Principal | গোবরের পাল্টা গোবর! এবার অধ্যক্ষের ঘরের দেওয়ালে গোবর লেপে দিলেন পড়ুয়ারা!
Key Highlights

ছাত্রনেতা রোনক ক্ষেত্রী ঘটনার প্রতিবাদ করে কলেজ অধ্যক্ষকে কটাক্ষ করে বলেন, ‘আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে যে ম্যাডাম এখন তাঁর ঘর থেকে এসি খুলে ছাত্রদের হাতে তুলে দেবেন।’

প্রাকৃতিক পদ্ধতিতে ঘর ঠান্ডা করার জন্য নিজেই ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপে দেন দিল্লির রানি লক্ষ্মীবাই কলেজের প্রিন্সিপাল প্রত্যুষ বৎসলা। এবার অধ্যক্ষের ঘরের সামনেই প্রতিবাদ জানিয়ে দেওয়ালে গোবর ছুড়লেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্যরা। ছাত্রনেতা রোনক ক্ষেত্রী ঘটনার প্রতিবাদ করে কলেজ অধ্যক্ষকে কটাক্ষ করে বলেন, ‘আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে যে ম্যাডাম এখন তাঁর ঘর থেকে এসি খুলে ছাত্রদের হাতে তুলে দেবেন। গোবর মাখা এই আধুনিক ও প্রাকৃতিক শীতল পরিবেশের ঘর থেকেই কলেজ পরিচালনা করবেন।’