Delhi Blast | সন্ত্রাসবাদ ষড়যন্ত্রের মাঝেই ফুটেছিলো মুজাম্মিল-শাহিনের বিয়ের ফুল, সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য!

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত চিকিৎসক মুজাম্মিল ও শাহিন শাহিদ সম্পর্ক নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য।
দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত চিকিৎসক মুজাম্মিল ও শাহিন শাহিদ সম্পর্ক নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। জেরায় খোদ ডাঃ মুজাম্মিল জানিয়েছেন, শাহিন তার বান্ধবী নয়, স্ত্রী। তদন্তকারীদের দাবি, নিকাহ এর পর মুজাম্মিলকে অস্ত্র কেনার জন্য ৬.৫ লাখ টাকা দিয়েছিল শাহিদ। লেনদেনের নথি বলছে, শাহিন জইশ-ই-মহম্মদের এই মডিউলকে অস্ত্র এবং বিস্ফোরক কেনার জন্য ২৭ লাখ থেকে ২৮ লাখ টাকা সরবরাহ করেছিল। তদন্তকারীদের দাবি, দিল্লি বিস্ফোরণের পিছনে রয়েছে হোয়াইট কলার মডিউল। সেই মডিউলের সদস্য এই দুই চিকিৎসকই।
