Delhi | পুজোর আগে নাশকতার ছক! দিল্লি থেকে IED বিস্ফোরক সহ গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজন IS-জঙ্গি
Thursday, September 11 2025, 6:15 am
Key Highlightsজঙ্গি সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। সূত্রের খবর, বড়সড় নাশকতার ছক কষছিল ধৃতরা।
সামনেই নবরাত্রি, দুর্গাপুজো, দীপাবলি। উৎসবের আবহে দিল্লি থেকে গ্রেপ্তার হলো ৫ সন্দেহভাজন জঙ্গি। দিল্লির পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে গোপনে খবর পেয়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং দিল্লি পুলিশের বিশেষ টিম। দিল্লি থেকে দুজন, মধ্যপ্রদেশ, হায়দরাবাদ এবং রাঁচি থেকে একজন করে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র এবং আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করা গিয়েছে। পুলিশের অনুমান, উৎসবের আবহে নাশকতার ছক কষছিল তাঁরা। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
- Related topics -
- দেশ
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- নয়াদিল্লি
- জঙ্গিগোষ্ঠী
- জঙ্গি
- জঙ্গি হামলা
- গ্রেফতার
- পুলিশ প্রশাসন
- পুলিশ

