Delhi Metro | মালবাহী ট্রেনের পর এবার চলবে মালবাহী মেট্রো? নয়া পরিকল্পনা দিল্লিতে

Monday, March 31 2025, 10:30 am
Delhi Metro | মালবাহী ট্রেনের পর এবার চলবে মালবাহী মেট্রো? নয়া পরিকল্পনা দিল্লিতে
highlightKey Highlights

সূত্রের খবর, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ও ব্লু ডার্ট যৌথভাবে মালবাহী মেট্রো চালানোর কথা পরিকল্পনা করছে


এবার পণ্য বইবে মেট্রোও? সূত্রের খবর, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ও ব্লু ডার্ট যৌথভাবে মালবাহী মেট্রো চালানোর কথা পরিকল্পনা করছে। দুই সংস্থার মধ্যে চুক্তিও হয়েছে বলে খবর। দিল্লি এনসিআর জুড়ে প্যাকেজ পাঠানোর জন্য ব্যবহার করা হতে পারে মেট্রোকে। সূত্রের খবর, যে সময়ে খুব কম সংখ্যক যাত্রী থাকে, সেই সময় এ মালপত্র বহন করার পরিকল্পনা করেছে দিল্লি মেট্রো। আপাতত কয়েকটি ট্রেনে এইভাবে মালপত্র পাঠানোর ট্রায়াল দেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File