Delhi Pollution | ঘন কুয়াশার সঙ্গে দূষণে কবলিত দিল্লি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল, জারি একাধিক নিয়ম

Friday, November 15 2024, 9:45 am
highlightKey Highlights

দেশের রাজধানীতে বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছেছে ৪৯৮ এ।


দিল্লির বায়ু দূষণ নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। দেশের রাজধানীতে বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছেছে ৪৯৮ এ। এই আবহে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক স্কুল বন্ধ রাখা হয়েছে। কিছু জায়গায় দৃশ্যমানতা কমে শূন্যে দাঁড়িয়েছে। ব্যাপক সমস্যা হচ্ছে যান চলাচলে। বিমানও দেরিতে উড়ছে। দূষণ নিয়ন্ত্রণে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন অত্যাবশকীয় বাদ দিয়ে সমস্ত নির্মাণ ও ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বিএস৩ পেট্রোল ও বিএস৪ ডিজেল চারচাকার গাড়ির উপরে নিষেধাজ্ঞা সহ একাধিক নিয়ম জারি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File