রাজধানীতে ভাষা-বিতর্ক! বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ দিল্লির হাসপাতালের বিরুদ্ধে

Monday, June 7 2021, 1:31 pm
highlightKey Highlights

গত শনিবার অর্থাৎ ৫ই জুন, ২০২১ দিল্লির গোবিন্দ বল্লভ পন্থ ইনস্টিউট ও হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্টের নয়া নির্দেশিকা অনুযায়ী, দিল্লির এই সরকারি হাসপাতালে মালয়ালম-ভাষী নার্সদের ফতোয়া- মাতৃভাষার বদলে হিন্দি কিংবা ইংরেজি ভাষায় কথা বলতে হবে। এরপরেই বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ওঠে এই হাসপাতালের বিরুদ্ধে, শুরু হয় শোরগোল। ঘটনাটি জানাজানি হতেই তৎপর হন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে চাপের মুখে ২৪ ঘণ্টা পেরোনোর আগেই হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট এই সার্কুলার প্রত্যাহার করে নেন এবং তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে অন্ধকারে রেখেই বিতর্কিত নির্দেশিকাটি জারি করা হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File