Delhi | ধুলিঝড়ের কবলে দিল্লি, উপড়েছে গাছ, প্রবল বৃষ্টিতে বিধস্ত রাজধানী
Wednesday, May 21 2025, 4:39 pm

ভয়াবহ ধূলিঝড় রাজধানী দিল্লিতে। বুধবার বিকেলের পর হঠাৎই প্রবল ঝড় আর চার দিক ধূলোয় ঢেকে যায়। কার্যত তছনছ করে বিস্তীর্ণ এলাকা।
বুধবারের বিকেলে হঠাৎ বিপত্তি। তীব্র ধুলিঝড়ে ঢাকলো রাজধানী দিল্লির রাস্তাঘাট। সূত্রের খবর, এদিন দুপুরের পর থেকেই দিল্লি এনসিআরের পাশাপাশি উত্তর ভারতের বিভিন্ন জায়গায় আবহাওয়া বদলাতে শুরু করে। বিকেল গড়াতেই শুরু হয় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি। দিল্লির সফদরজংয়ে ঘণ্টায় ৭৯ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকে। ধুলোয় ঢেকে যায় রাস্তাঘাট। উপড়ে আসে গাছের ডাল, ভেঙে পড়ে রাস্তার ধারে ভেঙে পড়া হোর্ডিং। ধুলিঝড়ের জেরে এয়ার টার্বুল্যান্সের মধ্যে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট।