দেশ

POCSO । শিশুদের যৌন হেনস্থা সংক্রান্ত আইন পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়! পকসো আইনের অধীনে ফৌজদারি মামলা করা যায় মহিলার বিরুদ্ধেও

POCSO । শিশুদের যৌন হেনস্থা সংক্রান্ত আইন পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়! পকসো আইনের অধীনে ফৌজদারি মামলা করা যায় মহিলার বিরুদ্ধেও
Key Highlights

পকসো সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল দিল্লি হাইকোর্ট। এই আইন শুধুমাত্র পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়।

পকসো সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল দিল্লি হাইকোর্ট। এই আইন শুধুমাত্র পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আদালত বলছে, সংশ্লিষ্ট অভিযোগে অভিযুক্ত মহিলার বিরুদ্ধেও পকসো আইনের অধীনে ফৌজদারি মামলা করা যায় এবং অপরাধের জন্য আদালতে মামলা চলতে পারে। উল্লেখ্য,শিশুদের যৌন হেনস্থা থেকে রক্ষা করা সংক্রান্ত আইন হল পকসো। দিল্লি আদালত এদিন বলে,এই ধারা লিঙ্গ নিরপেক্ষ। শিশুদের যৌন হেনস্থা অপরাধীর লিঙ্গ নির্বিশেষে একটি অপরাধ। ফলে মহিলার বিরুদ্ধেও এই আইনে বিচার করা যেতে পারে।