Satyendra Jain | ২ বছর পর জেলমুক্ত দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, অবশেষে জামিন পেলেন সত্যেন্দ্র জৈন
Friday, October 18 2024, 11:52 am
Key Highlightsদুই বছর তিহাড়ে বন্দি থাকার পর অসুস্থতার কারণে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জামিন পেয়েছেন।
২ বছর পর জামিন পেলেন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। আর্থিক তছরুপ মামলায় ২০২২ সালে সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করে ইডি। অভিযোগ, মন্ত্রী পদে থাকাকালীন নিজের ক্ষমতার অপব্যবহার করে বেআইনি টাকায় জমি কিনেছিলেন তিনি। এতদিন তিহাড় জেলে বন্দি ছিলেন সত্যেন্দ্র। সেখানে থাকাকালীন অসুস্থ্য হয়ে পড়েন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। এরপর আদালতে সত্যেন্দ্রর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানালে সেই আবেদন মঞ্জুর করে আদালত।

