দেশ

Delhi Fire | আবাসনে বিধ্বংসী আগুন! প্রাণ রক্ষার্থে আট তলা থেকে ঝাঁপ খুদে ছেলে-মেয়ে ও বাবার! মৃত্যু ৩জনেরই!

Delhi Fire | আবাসনে বিধ্বংসী আগুন! প্রাণ রক্ষার্থে আট তলা থেকে ঝাঁপ খুদে ছেলে-মেয়ে ও বাবার! মৃত্যু ৩জনেরই!
Key Highlights

জানা গিয়েছে, বিধ্বংসী আগুন দেখে বারান্দা থেকে ঝাঁপ দেন যশ যাদবের ১০ বছরের ছেলে ও মেয়ে। তাদের পিছু নেয় বাবাও।

প্রাণ রক্ষার জন্য আট তলা থেকে ঝাঁপ! প্রাণ নিল মোট তিন জনের। মঙ্গলবার সকালে দিল্লির দ্বারকা এলাকার একটি আবাসনে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৮টি ইঞ্জিন। কিন্তু তার আগেই আট তলা থেকে ঝাঁপ দেন ওই ফ্লোরে বসবাসরত যাদব পরিবারের ৩ সদস্য। জানা গিয়েছে, বিধ্বংসী আগুন দেখে বারান্দা থেকে ঝাঁপ দেন যশ যাদবের ১০ বছরের ছেলে ও মেয়ে। তাদের পিছু নেয় বাবাও। হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে আগুনের মধ্যেই আটকে ছিলেন যশ যাদবের স্ত্রী ও বড় ছেলে। তাদের পরে দমকলকর্মীরা উদ্ধার করে।