Delhi Clash | মসজিদ সংলগ্ন বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েই বিপত্তি, দিল্লিতে বিক্ষোভের মুখে পুলিশ, জখম ৫
Wednesday, January 7 2026, 4:02 am

Key Highlightsপাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশও। সংঘর্ষে গুরুতর জখম হন ৫ পুলিশকর্মী।
দিল্লির রামলীলা ময়দানের কাছে তুর্কমান গেট এলাকায় রয়েছে শতাব্দী প্রাচীন 'ফয়েজ ই ইলাহি' মসজিদ। গত বছরে দিল্লি ওয়াক্ফ বোর্ড (DWB) ওই জমির মালিকানা বা বৈধ দখলের কোনও নথি পেশ করতে পারেনি। ফলে মূল মসজিদটি বাদ দিয়ে আশেপাশের অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার মাঝরাতে বুলডোজ়ার নিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে দিল্লি পুরসভা এবং পুলিশ। খবর পেয়েই পুলিশকে আক্রমণ করে আশপাশের বিক্ষোভকারীরা। ইঁটবৃষ্টি শুরু হয়। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশও। গুরুতর জখম হন ৫ পুলিশকর্মী।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- দিল্লি হাইকোর্ট
- মসজিদ
- বেআইনি নির্মাণ
- বিক্ষোভ


