Delhi Blast | বাবরি মসজিদ ধ্বংসের বদলা নিতেই সন্ত্রাসবাদী হামলা! ছিল এক সঙ্গে ৬ জায়গায় বিস্ফোরণের পরিকল্পনা!

সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের দিনই বাবরি মসজিদ ধ্বংসের ‘বদলা’ নিতে জইশের ‘হোয়াইট কলার মডিউল’ সিরিয়াল ব্লাস্টের ছক কষেছিল।
১০ নভেম্বরের দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে ইতিমধ্যে সন্ত্রাসবাদী হামলা বলে স্বীকার করেছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। তবে আরও বড়সড় নাশকতার ছক ছিল ডাক্তার জঙ্গিদের। দেশে একসঙ্গে ৬ জায়গায় সিরিয়াল ব্লাস্টের প্ল্যান ছিল তাদের। সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের দিনই বাবরি মসজিদ ধ্বংসের ‘বদলা’ নিতে জইশের ‘হোয়াইট কলার মডিউল’ সিরিয়াল ব্লাস্টের ছক কষেছিল। NIAকে ধৃতরা জানিয়েছে, মোট ৩২টি গাড়ি ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল। এর মধ্যে এখনও ৪টি গাড়ি চিহ্নিত করা গিয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- সন্ত্রাসবাদী হামলা
- সন্ত্রাসবাদ
- বিস্ফোরণ
- এনআইএ
