দেশ

Delhi Blast | ভুয়ো কাগজ তৈরি করে হিন্দুদের জমি গ্রাস আল ফালাহ চ্যান্সেলরের! তল্লাশিতে চোখ কপালে ইডির

Delhi Blast | ভুয়ো কাগজ তৈরি করে হিন্দুদের জমি গ্রাস আল ফালাহ চ্যান্সেলরের! তল্লাশিতে চোখ কপালে ইডির
Key Highlights

ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করে ওই জমির দখল নিয়েছে সিদ্দিকির ঘনিষ্ঠ সংস্থা।

দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ তুলেছে ইডি। জালিয়াতির তদন্ত করতে গিয়েই চোখ কপালে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অভিযোগ, দিল্লির মদনপুর খাদারের ৭৯২ নম্বর খসড়ার বেশ কিছু জমি ২০০৪ সালের ভুয়ো জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করে তুলে দেওয়া হয়েছে সিদ্দিকির ঘনিষ্ঠ তারবিয়া এডুকেশন ফাউন্ডেশনের হাতে। জমির মালিকরা হিন্দু ছিলেন। সকলেই ১৯৭২ থেকে ১৯৯৮ সালের মধ্যে মারা গিয়েছেন। সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।