আন্তর্জাতিক

Delhi 10/11 Blast | তুখোড় বিরিয়ানি রাঁধেন, চালান বন্দুক-ও! দিল্লি বিস্ফোরণের নেপথ্যে মহিলা চিকিৎসক শাহিন!

Delhi 10/11 Blast | তুখোড় বিরিয়ানি রাঁধেন, চালান বন্দুক-ও! দিল্লি বিস্ফোরণের নেপথ্যে মহিলা চিকিৎসক শাহিন!
Key Highlights

শাহিন পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ ই মোহাম্মদ এর মহিলা শাখা ‘জামাত উল মোমিনীন’ এর 'ইন্ডিয়া চিফ"।

মঙ্গলবার দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্যের সম্মুখীন হচ্ছেন তদন্তকারীরা। আগেই জানা গিয়েছিল, 'ডক্টর্স মডিউল' কে ব্যবহার করে এই নাশকতার ছক কাটা হয়। এবার এঘটনায় পুলিশের রাডারে ফরিদাবাদের জঙ্গি মডিউল মামলায় গ্রেফতার হওয়া উত্তরপ্রদেশের এক চিকিৎসক ডাঃ শাহিন শাহীদ। পুলিশ সূত্রে খবর, শাহিন পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ ই মোহাম্মদ এর মহিলা শাখা ‘জামাত উল মোমিনীন’ এর 'ইন্ডিয়া চিফ"। দিল্লির বিস্ফোরণের নেপথ্যে কলকাঠি নেড়েছেন শাহিনই! খবর প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ সহকর্মীদের।