Delhi Blast | "ভারত লাশ গুনে শেষ করতে পারছে না।"- দিল্লি বিস্ফোরণের দায় স্বীকার পাক-মন্ত্রীর!

Wednesday, November 19 2025, 4:08 pm
highlightKey Highlights

দিল্লি বিস্ফোরণের হামলার দায় স্বীকার করল প্রাক্তন পাক মন্ত্রী আনোয়ারুল হক।


পাকিস্তানের নেতা চৌধুরী আনোয়ারুল হক স্বীকার করেছেন, ১০ নভেম্বর দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ঘটে যাওয়া বিস্ফোরণে পাকিস্তানের হাত আছে। সোমবার PoK অ্যাসেম্বলিতে বক্তব্য দিতে আনোয়ারুল বলেন, “আমি আগেই বলেছিলাম, যদি তোমরা (ভারত) বালুচিস্তানকে রক্তাক্ত করতে থাকো, আমরা লালকেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত ভারতকে আঘাত করব এবং আমাদের শাহিনরা তা করেছে। ওরা এখনও লাশ গুনে শেষ করতে পারছে না।” যদিও পাকিস্তানের ফেডারেল সরকার এই দাবিকে “ক্ষমতাচ্যুত এক নেতার রাজনৈতিক ভুল” বলে দাবি করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File