Delhi Blast | রাতারাতি উবে গিয়েছে আল ফালাহ-র ১০ পড়ুয়া, ‘হোয়াইট কলার টেরর’- এর অংশ তারাও?

তদন্তকারীদের অনুমান, নিখোঁজ পড়ুয়াদের প্রত্যেকেই ‘হোয়াইট কলার টেরর’ মডিউলের অংশ।
দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করতে গিয়ে তদন্তকারীদের রাডারে আসে ফরিদাবাদের আল ফালাহ ইউনিভার্সিটি। জানা যায়, এই হাসপাতাল কাম মেডিক্যাল কলেজেরই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন সুইসাইড বম্বার উমর উন নবি। এই কলেজেরই ক্যাম্পাসে দাঁড়িয়ে ছিল বিস্ফোরক বোঝাই গাড়িটি। কলেজের প্রতিষ্ঠাতাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইডি। সূত্রের খবর, এই বিশ্ববিদ্যালয় থেকেই রাতারাতি নিখোঁজ হয়ে গিয়েছে ১০ জন মেডিকেল পড়ুয়া। তাঁদের ফোনও বন্ধ রয়েছে। উল্লেখ্য, নিখোঁজ ১০ জন পড়ুয়ার মধ্যে ৩ জন কাশ্মীরি পড়ুয়া। তল্লাশি শুরু করেছে গোয়েন্দারা।
