দেশ

Delhi Blast | দিল্লির বিস্ফোরণে ব্যবহার করা হয় দুধরণের বিস্ফোরক! অভিযুক্ত উমরের পায়ে ছিল ‘জুতা বোমা’!

Delhi Blast | দিল্লির বিস্ফোরণে ব্যবহার করা হয় দুধরণের বিস্ফোরক! অভিযুক্ত উমরের পায়ে ছিল ‘জুতা বোমা’!
Key Highlights

দিল্লির বিস্ফোরণে (delhi blast) ব্যবহৃত আই২০ গাড়িটির চালকের আসনের নীচ থেকে পাওয়া গিয়েছে একটি কালো রঙের স্পোর্টস জুতো। আর সেই জুতোটির ভিতরে ছিল একটি ধাতব পদার্থ।

দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বিস্ফোরণে ব্যবহৃত আই২০ গাড়িটির চালকের আসনের নীচ থেকে পাওয়া গিয়েছে একটি কালো রঙের স্পোর্টস জুতো। আর সেই জুতোটির ভিতরে ছিল একটি ধাতব পদার্থ। তদন্তকারীদের সন্দেহ, ওই জুতো উমরের এবং ওই ধাতব বস্তুটিই ছিল বিস্ফোরণের ট্রিগার। কেবল জুতোতেই নয়, গাড়িটির টায়ারে ও গাড়ির পিছনের সিটের নীচ থেকেও পাওয়া গিয়েছে উচ্চ মানের বিস্ফোরক TATPর নমুনা। তদন্তকরীরা জানাচ্ছেন, লালকেল্লার বিস্ফোরণে TATP এবং অ্যামোনিয়াম নাইট্রেট, দুই ধরনের বিস্ফোরকই ছিল।