Delhi | দিওয়ালিতেও দূষণ থেকে নিষ্কৃতি নেই রাজধানী দিল্লির, বাতাসের মান পৌঁছেছে ‘অতি খারাপ’ পর্যায়ে!
Wednesday, October 22 2025, 5:13 am
Key Highlightsএদিন সকাল সাড়ে পাঁচটায় দিল্লির একিউআই ছিল ৩৪৫। যা ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পড়ে।
দিওয়ালির দুদিন পরও দূষণের হাত থেকে রেহাই নেই রাজধানী দিল্লির। আজ সকাল সাড়ে পাঁচটায় দিল্লির একিউআই ছিল ৩৪৫। যা ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পড়ে। সকাল সোয়া ৬টায় অশোক বিহার, দিলশাদ গার্ডেন, বাওয়ানার মতো অঞ্চলে দূষণের মাত্রা ছিল ৩৮০। সকাল আটটায় বাওয়ানার একিউআই ছিল ৪২৩, জাহাঙ্গিরপুরী ৪০৭, ওয়াজিরপুরে ৪০৮। এই অঞ্চলগুলি এই মুহূর্তে দিল্লির সবচেয়ে দূষিত অঞ্চল। উল্লেখ্য, এবারের দীপাবলিতে শনিবার থেকেই বাজি পোড়ানোর অনুমতি ছিল। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল, শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজিই পোড়ানো যাবে।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- দীপাবলি
- বায়ুদূষণ
- কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
- পরিবেশ দূষণ

