Delhi 10/11 Blast | আল ফালাহ ক্যাম্পাসেই দাঁড়িয়ে ছিল ঘাতক গাড়ি! কলেজের প্রতিষ্ঠাতার কান্ড জানেন?
Thursday, November 13 2025, 1:28 pm
Key Highlightsসিদ্দিকি এবং তাঁর সঙ্গীর বিরুদ্ধে চিটফান্ড থেকে টাকা সরানো প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং জাল নথি তৈরির অভিযোগ রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দিল্লি বিস্ফোরণের ঘাতক গাড়ি ১১ দিন দাঁড়িয়েছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ট্রাস্টি জাভেদ আহমেদ সিদ্দিকিই ধৃত ডা. শাহিন সইদ এবং ডা. মুজাম্মিল শাকিলকে চাকরি দিয়েছিলেন। শিক্ষা, সফ্টওয়্যার, আর্থিক পরিষেবা সহ মোট ৯টি সংস্থার কর্ণধার সিদ্দিকি। সিদ্দিকি এবং তাঁর সঙ্গীর বিরুদ্ধে চিটফান্ড থেকে টাকা সরানো প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং জাল নথি তৈরির অভিযোগ রয়েছে। অর্থ তছরুপের কেসে ৩ বছর জেলও খেটেছে সিদ্দিকি।
- Related topics -
- দেশ
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- দিল্লি চলো
- নয়াদিল্লি
- লালকেল্লা
- সন্ত্রাসবাদী হামলা
- জঙ্গি হামলা
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- জঙ্গি

