Delhi 10/11 Blast | যত কান্ড আল ফালাহ-তেই, বিশ্ববিদ্যালয়কে 'সাসপেন্ড' করলো AIU! পদক্ষেপ নিচ্ছে মেডিক্যাল কাউন্সিলও

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো মেডিক্যাল কলেজকে নোটিস পাঠাল কেন্দ্রীয় সংস্থা।
দিল্লির লাল কেল্লার সামনে বিস্ফোরণের পর থেকেই খবরের শিরোনামে রয়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়েই কাজ করতো ধৃত ডা. শাহিন সইদ এবং ডা. মুজাম্মিল শাকিল। এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে সাসপেন্ড করল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (এআইইউ)। এআইইউ মেম্বারশিপ লিস্ট থেকে তাঁদের বহিস্কার করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের পথে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলও। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ধৃতরা ওই হাসপাতালে কাজ করতেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।
