Mohun Bagan vs Pathchakra | সুপার সিক্স থেকে ছিটকে গিয়েও ৫:২এ ম্যাচ জয় মোহনবাগানের, হ্যাটট্রিক করলেন করণ রাই

Saturday, August 30 2025, 1:46 pm
highlightKey Highlights

পাঠচক্রের বিরুদ্ধে ৫-২ গোলে জয় পেল মোহনবাগান। হ্যাটট্রিক করলেন করণ রাই।


গত ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে হেরে গিয়ে কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে গিয়েছে মোহবাগান। অবশেষে শনিবার তাঁরা জয়ে ফিরলো। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে পাঠচক্রের বিরুদ্ধে ৫:২ গোলে জয় পেল ডেগি কার্ডোজোর মোহনবাগান। এদিন খেলার শুরুতে আক্রমণাত্মক ছন্দে পাস্ করতে থাকে দুই দল। ৬ মিনিটে গোল করেন পাসাং দর্জি তামাং। সেই গোল শোধ করেন পাঠচক্রের ডেভিড মোল্লা এবং সৌম্যজিৎ তরফদার। ২৪ মিনিটে গোল করলেন করণ রাই। তাঁরপর পীযূষ দুরুত্ব বাড়ান। ৪৮ মিনিট ও ৬৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন করণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File