বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোন ইস্তফা দিলেন ‘মুম্বই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ’-এর অধ্যক্ষের পদ থেকে
Monday, April 12 2021, 10:07 am
Key Highlightsমুম্বই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ’-এর অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেন দীপিকা পাড়ুকোন। বছর তিনেকের এই যাত্রায় ইতি টেনে ইনস্টাগ্রামে তার কারণ ব্যাখ্যা করলেন অভিনেত্রী। ২০১৯ সালে আমির-পত্নী ও পরিচালক কিরণ রাওকে সরিয়ে ‘মামি’র অধ্যক্ষের পদ দখল করেছিলেন তিনি। কিন্তু একনিষ্ঠ ভাবে দায়িত্ব পালন করাটা তাঁর পক্ষে সমস্যার হয়ে যাচ্ছে বলে মনে করছেন তিনি। একাধিক ছবির চুক্তি স্বাক্ষর করেছেন সম্প্রতি। কিছু মুক্তির পথে, কিছুর শ্যুটিং চলছে। দু’দিকে একসঙ্গে মন দেওয়ায় সম্ভব হবে না বলে এই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- মুম্বই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ
- দীপিকা পাডুকোন

