Deepika Padukone | হলিউড 'ওয়াক অফ ফেম'-এ প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে নাম তুললেন দীপিকা পাড়ুকোন!

দীপিকাই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি মোশন পিকচার বিভাগে হলিউড ওয়াক অফ ফেম ক্লাস ২০২৬-এ সম্মানিত হয়েছেন।
বুধবার প্রকাশ পেয়েছে ২০২৬ সালের হলিউড 'ওয়াক অফ ফেম' তালিকা। এই তালিকায় মোশন পিকচার বিভাগে নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকাই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি এই তালিকায় নাম তুলেছেন। বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের তরফে দীপিকার পাশাপাশি নির্বাচিত অন্যান্য অভিনেতাদের নামও ঘোষণা করা হয়। এই তালিকায় রয়েছেন হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো, সেলিব্রিটি শেফ গর্ডন রামসে এবং কানাডিয়ান অভিনেত্রী ম্যাকঅ্যাডামস।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিনোদন
- হলিউড
- দীপিকা পাডুকোন
- অভিনেত্রী
- ভারতীয় অভিনেত্রী
- বলিউড