Panagarh Case | প্রায় ৫০ লক্ষ টাকা দেনা, বন্ধক বাড়ি-দোকানঘর! শোকের মধ্যেই আরও বিপদে পানাগড় কাণ্ডে মৃত তরুণীর মা!

Tuesday, February 25 2025, 2:57 pm
Panagarh Case | প্রায় ৫০ লক্ষ টাকা দেনা, বন্ধক বাড়ি-দোকানঘর! শোকের মধ্যেই আরও বিপদে পানাগড় কাণ্ডে মৃত তরুণীর মা!
highlightKey Highlights

আর এই বিপুল ঋণ ইভেন্ট ম্যানেজমেন্ট অন্যদিকে নাচের অনুষ্ঠান করে ধীরে ধীরে শোধ করছিলেন সুতন্দ্রা।


কয়েক মাস আগেই প্রয়াত হয়েছেন স্বামী। এবার হারিয়েছেন একমাত্র সন্তানকেও। শোকে কার্যত ভেঙে পড়েছেন পানাগড় কাণ্ডে মৃত তরুণীর মা। এসবের মধ্যেই আরও চাপ বাড়াচ্ছে দেনা! তনুশ্রী চট্টোপাধ্যায় জানান, বাজারে প্রায় ৫০ লক্ষ টাকা দেনা চট্টোপাধ্যায় পরিবারের। এক পর্যায়ে বাড়ি ও দোকানঘর বন্ধক দিয়েছিলেন মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের বাবা সুকান্তবাবু। পরে তাঁর ক্যান্সার ধরা পড়লে, চিকিৎসা খরচের জন্যও আরও লোন হয়। আর এই বিপুল ঋণ ইভেন্ট ম্যানেজমেন্ট অন্যদিকে নাচের অনুষ্ঠান করে ধীরে ধীরে শোধ করছিলেন সুতন্দ্রা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File