BCCI Chairman । সরেছেন জয় শাহ, বিসিসিআইয়ের কুর্সিতে বসলেন দেবজিৎ সইকিয়া
বিসিসিআইয়ের সচিব পদ থেকে সরে দাঁড়িয়েছেন জয় শাহ। ১২ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বিসিসিআইয়ের সচিব পদে ঘোষণা করা হলো দেবজিৎ সইকিয়ার নাম।
জয় শাহ বিসিসিআইয়ের সচিব পদ থেকে সরে দাঁড়ানোর পর তাঁর জায়গায় দ্বায়িত্ব সামলাচ্ছিলেন দেবজিৎ সইকিয়া। এদিন ১২ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বিসিসিআইয়ের সচিব পদে তাঁর নাম ঘোষণা করা হলো। দেবজিৎ সইকিয়া আসামের একজন প্রাক্তন ক্রিকেটার। ২০১৬ সালে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন ভাইস প্রেসিডেন্টের হন তিনি। ২০১৯ সালে তিনি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হন। ২০২২ সালে বিসিসিআইয়ের যুগ্মসচিব হন তিনি। এবার বসলেন সচিব পদেই। উল্লেখ্য, জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান পদে রয়েছেন।