Telangana | ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৩১জনের দেহ! তেলেঙ্গনার কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫!

সোমবার তেলেঙ্গনার সাঙ্গারেড্ডি জেলায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫!
সোমবার তেলেঙ্গনার সাঙ্গারেড্ডি জেলায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫! সোমবার প্রাথমিকভাবে ৮ থেকে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিলো। কিন্তু মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। ধ্বংসস্তূপের তলা থেকে ৩১ জনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৯ জনের দেহ শনাক্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বিহারের বাসিন্দা। ইতিমধ্যে বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে তেলেঙ্গনা সরকার।
- Related topics -
- দেশ
- ভারত
- তেলেঙ্গানা
- অগ্নিকান্ড