Myanmar | ‘মৃত্যুপুরী’ মায়ানমার, দীর্ঘ হচ্ছে মৃত্যু-মিছিল, আহত ১৫০০এরও বেশি! ত্রাণ পাঠিয়েছে ভারত

জোড়া ভূমিকম্পে ‘মৃত্যুপুরী’ মায়ানমার। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রকৃতির রোষে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬৯৪ জন। আহত দেড় হাজার পেরিয়ে গিয়েছে।
গতকাল শুক্রবার ভারতীয় সময় ১১টা ৫০ মিনিটে মায়ানমারে প্রথম ভূমিকম্পটি হয়। গতকাল থেকে এখনও অবধি মোট ১৫ বার কেঁপেছে মায়ানমার। ১০ ঘণ্টার মধ্যে ১৪টি আফটারশক অনুভূত হয়েছে। প্রকৃতির রোষে সেদেশে মৃত্যু হয়েছে ৬৯৪ জনের। আহতের পরিমান ১৫০০ পেরিয়ে গিয়েছে, নিখোঁজ বহু। এখনও চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই পড়শি দেশে প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী (শুকনো খাবার, তাঁবু, ওষুধপত্র, জেনারেটর সহ একাধিক গুরুত্বপূর্ণ জিনিস) পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনার বিমান। সহায়তা পাঠিয়েছে চিন ও রাশিয়াও।