শনিবার সকালে ১৪ নম্বর দুধকামরা অঞ্চলের বাগচি গ্রামে উদ্ধার মৃত শুশুক, ভিড় জমান স্থানীয় বাসিন্দারা
Saturday, January 23 2021, 1:04 pm
Key Highlightsরূপনারায়ণ নদের উপর ভেসে যাওয়া একটি মৃত শুশুক উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার কুলটিকরি গ্রামে। স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে ১৪ নম্বর দুধকামরা অঞ্চলের বাগচি গ্রামে রূপনারায়ণ নদে ভেসে যাওয়া মৃত শুশুকটিকে উদ্ধারের সময় স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। শনিবার সকালে ওই এলাকার কয়েকজন রুপনারায়ণ নদীর তীরে বাগদি ঘাটে প্রায় সাড়ে ছ’ফুটের ডলফিন প্রজাতির প্রাণীটিকে দেখতে পান। কী ভাবে এলো ওই প্রাণীটি তা জানা যায়নি। তবে নদীর জলে ভাসার সময় সেটিকে স্থানীয় কয়েকজন দেখতে পান।
- Related topics -
- রাজ্য
- পশ্চিম মেদিনীপুর
- শুশুক
- রূপনারায়ণ নদী

