শেষ হল এলিজাবেথ যুগের দীর্ঘ এক অধ্যায়, চলে গেলেন ব্রিটিশ লেখক-সাংবাদিক জান মরিস !
Monday, November 23 2020, 10:57 am

গত ২১শে নভেম্বর, ২০২০, শনিবার ৯৪ বছর বয়সে ব্রিটেনের যুদ্ধ-পরবর্তী সময়ের প্রতিবাদী সত্তা তথা অন্যতম সাহিত্যিক জান মরিস। সাসেক্স শহরে ১৯২৬ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি পুরুষ হওয়ার স্বত্বেও মাত্র ৪ বছর বয়সে অনুভব করেন যে ছেলে নয় মেয়ে হতে চান তিনি, সেই ইচ্ছে প্রকাশ করে তাঁর পরিবারের কাছেও। তাঁর পরিচয় একটি শব্দে দেওয়া সম্ভব নয়। তিনি ছিলেন লেখক, সাংবাদিক, কবি, কথা-সাহিত্যিক, অভিযাত্রী। , ইউরোপে বিশ্বযুদ্ধের সময় রানীর নবম অশ্বারোহী বাহিনীতে থেকে যুদ্ধে সামিল হয়েছিলেন। তিনি এতটাই স্পষ্টভাষী ছিলেন যে তাঁর বক্তব্য ও যুক্তির সামনে মাথা নত করেছিল বিশ্বের যুক্তরাজ্যের প্রশাসন। তাঁর প্রয়ানে শেষ হল ইংরাজি সাহিত্যের এক অধ্যায়।
- Related topics -
- সেলিব্রিটি
- জান মরিস
- শান্তিতে বিশ্রাম
- সাংবাদিক
- লেখক
- কবি
- সাহিত্যিক