Glenarys | ফের খুলছে দার্জিলিংয়ে গ্লেনারিজের দরজা! বড়দিনের আগেই সুখবর দিলেন বিচারপতি অমৃতা সিনহা!
Wednesday, December 24 2025, 3:05 pm
Key Highlightsবুধবার বিকেল ৫টা থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বার চালু রাখার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
প্রতিবারের মতোই শীতে দার্জিলিংয়ে ভিড় জমিয়েছেন পর্যটকরা। আর দার্জিলিং মানেই বিখ্যাত রেস্তোরাঁ গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে একটা ছবি তোলা। কিন্তু সদ্য এক নোটিসে বন্ধ হয়ে যায় সেই গ্লেনারিজের বার। তবে বড়দিনের আগেই এলো সুখবর। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছিল এই মামলার শুনানি। আর তাতে আজ, বুধবার বিকেল ৫টা থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বার চালু রাখার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তবে এর মাঝে আগামী ৫ জানুয়ারি আবারও সার্কিট বেঞ্চে উঠবে মামলাটি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- উত্তরবঙ্গ
- দার্জিলিং
- রেস্তোরাঁ

