Darjeeling | চাকরি নেই শিক্ষকদের, কাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দার্জিলিং-এর সব স্কুল!

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে ৩১৩ জনের চাকরি বাতিল হয়েছে।
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে চাকরি বাতিল হয়েছে ৩১৩ জনের। এরপরই দার্জিলিং এর মাধ্যমিক শিক্ষক সমিতি ঘোষণা করলো, বৃহস্পতিবার থেকে দার্জিলিং এর সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুল বন্ধ থাকবে। যেসব স্কুলে পরীক্ষা চলছিল সেগুলোও বন্ধ রাখা হচ্ছে। ফলে পাহাড়ের শিক্ষা ব্যবস্থায় বড় প্রভাব পড়তে চলেছে। শিক্ষক সমিতির অভিযোগ, গত ২৫ বছর ধরে পাহাড়ে শিক্ষক নিয়োগের কোনও নিয়ম মানা হয়নি। এতদিন ধরে স্বেচ্ছাসেবকরা ক্লাস নিচ্ছিলেন। সেই প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
