স্বাস্থ্য

WHO-এর সতর্কবার্তা ঘিরে জল্পনা! কোভিড ঠেকাতে ভিন্ন টিকার দু'টি ডোজ ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ

WHO-এর সতর্কবার্তা ঘিরে জল্পনা! কোভিড ঠেকাতে ভিন্ন টিকার দু'টি ডোজ ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ
Key Highlights

করোনা সংক্রমণ রুখতে মিশ্র টিকার পক্ষে সওয়াল করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি একদল বিজ্ঞানী জানিয়েছিলেন, ভ্যাকসিনের ক্ষেত্রে এই ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ লাভজনক। অর্থাৎ, দু’বার দু’রকমের Vaccine Cocktail টিকা নিলে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ইতিমধ্যে জার্মানি এবং ইউরোপের একাধিক দেশে এই মিশ্র টিকাকরণ শুরু হয়েছে। যেহেতু মিশ্র টিকার কার্যকারিতা সম্পর্কে এখনও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি, তাই WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ সায়েন্টিস্ট সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, একই দেহে দু’রকমের টিকা নেওয়ার এই প্রবণতা বিপজ্জনক হতে পারে।