Damayanti Sen | ডাক্তারের নির্দেশ, শারীরিক অসুস্থতার জন্যে কাকদ্বীপে সস্ত্রীক সিপিএম কর্মী ‘খুনে’র তদন্ত থেকে অব্যাহতি পেলেন দময়ন্তীর

Wednesday, February 19 2025, 4:57 pm
Damayanti Sen | ডাক্তারের নির্দেশ, শারীরিক অসুস্থতার জন্যে কাকদ্বীপে সস্ত্রীক সিপিএম কর্মী ‘খুনে’র তদন্ত থেকে অব্যাহতি পেলেন দময়ন্তীর
highlightKey Highlights

শারীরিক অসুস্থতা দেখিয়ে কাকদ্বীপে সস্ত্রীক সিপিএম কর্মী খুনের তদন্ত থেকে ‘নিষ্কৃতি’ পেলেন দময়ন্তী সেন।


২০১৮ সালে ১৪ মে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে কাকদ্বীপের সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস এবং তাঁর স্ত্রী ঊষারানি দাসের মৃত্যু হয়। অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ওই পরিবার। হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে একটি সিট গঠন করা হোক। এতদিন এই কমিটিই তদন্ত করছিলো। এদিকে শারীরিক অসুস্থতার কারণে সিটের প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন দময়ন্তী। সেই আবেদন মঞ্জুর হলো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File