Karnataka | স্কুল ছাত্রী, তরুণীদের তুলে এনে ধর্ষণ-খুন! 'বহু দেহ কবর দিয়েছি'! ২৫ বছর পর ফাঁস কর্নাটকের শিবমন্দিরের কুকীর্তি!

২৫ বছর পর কর্নাটকের জনপ্রিয় শিবমন্দিরের কুকীর্তি ফাঁস করলেন দলিত সাফাইকর্মী।
২৫ বছর পর কর্নাটকের জনপ্রিয় শিবমন্দিরের কুকীর্তি ফাঁস করলেন দলিত সাফাইকর্মী। থানায় গিয়ে তিনি জানান, ১৯৯৮ থেকে ২০১৪ সালের মধ্যে কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার ধর্মস্থলায় যে পর পর ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল তার সঙ্গে যুক্ত ধর্মস্থলা মন্দিরের ব্যক্তি ও কর্মীরাই। তাঁদের যৌন লালসা চরিতার্থ করতে স্কুল ছাত্রী, তরুণীদের তুলে এনে অত্যাচার এবং খুন করা হতো। আর সেই সব দেহ সৎকার করতে হত ওই দলিত সাফাইকর্মীকে। বেশিভাগ দেহেই কোনও পোশাক থাকত না। কয়েকজনের দেহে যৌন নির্যাতনের চিহ্ন স্পষ্ট দেখা যেত।