দক্ষিণেশ্বর মেট্রোর প্রথম মহড়া, থার্ড রেলের বিদ্যুৎ সংযোগসহ যাবতীয় খতিয়ে দেখছেন মেট্রো আধিকারিকরা।
Wednesday, December 23 2020, 8:36 am
Key Highlights
২৩ শে ডিসেম্বর, বুধবার নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোপথে প্রথমবার পরীক্ষামূলক ভাবে ট্রেন ছুটবে। প্রকল্প ঘোষণার প্রায় ন’বছর পরে চার কিলোমিটার পথে পরিষেবা শুরু করার প্রায় শেষ পর্বে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে সিগন্যাল, থার্ড রেলের বিদ্যুৎ সংযোগ-সহ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন মেট্রোর আধিকারিকেরা। একটি ব্যাটারিচালিত বিশেষ ইঞ্জিন এ দিন নোয়াপাড়া থেকে বরাহনগর হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত গিয়ে পাশের লাইন দিয়ে ফিরে আসে। মহড়া দৌড়ের ফলাফল দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। সে ক্ষেত্রে মহড়া আরও কয়েক দিন চালানো হবে, নাকি কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে বাণিজ্যিক পরিষেবা চালু করার জন্য ছাড়পত্র চাওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবেন মেট্রো কর্তৃপক্ষ।
- Related topics -
- পরিবহন
- দক্ষিণেশ্বর
- দক্ষিণেশ্বর মেট্রো
- মেট্রো আধিকারিক
- মহড়া