রাজ্যভক্তদের জন্য খুলে গেল দক্ষিণেশ্বরের দরজা, কোভিডবিধি মেনে দিনে ৭ ঘন্টা খোলা থাকবে মন্দির
করোনা আবহে একমাসের বেশি সময় বন্ধ থাকার পর তারকেশ্বর, কালীঘাটের পর এবার খুলে গেলো দক্ষিণেশ্বরের মা ভবতারিনীর মন্দির। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত অর্থাৎ মোট ৭ ঘন্টা মন্দির খোলা থাকবে। সম্পূর্ণ কোভিডবিধি মেনে একসাথে ২০ জন দর্শনার্থী মন্দিরের চত্বরের ভেতরে প্রবেশ করতে পারবে। কিন্তু গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা।